প্রকাশিত: Mon, Apr 1, 2024 10:19 PM
আপডেট: Mon, Jan 26, 2026 7:32 AM

[১]ঈদের আগেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেতে পারেন শতাধিক কর্মকর্তা, বেশিরভাগই ১৮ ব্যাচের

আজাহার আলী সরকার: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা চতুর্থবার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনে নতুনভাবে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। ধাপে ধাপে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

[৩] এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে যুগ্মসচিবদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। নিয়মিত পদোন্নতি পেতে যাচ্ছেন বিসিএস (প্রশাসন) ১৮ ব্যাচের কর্মকর্তারা। ১৭ ও ১৫ ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদেরও পদোন্নতির জন্য বিবেচনায় আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

[৪] সূত্রমতে, অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ১৩৫টি। বর্তমানে কর্মরত রয়েছেন প্রায় ৩৫০ জন। অর্থাৎ অনুমোদিত পদের দ্বিগুণের বেশি। কিন্তু বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তারা গত বছরের জুনেই পদোন্নতির সব যোগ্যতা অর্জন করেছেন। এই ব্যাচের ৯৬ জন কর্মকর্তার মধ্যে ৭৩ জন যুগ্মসচিব। তাদের মধ্যে তিন-চারজনের যুগ্মসচিব পদে তিন বছর পূরণ হয়নি। ফলে

পদোন্নতিযোগ্য আছেন অন্তত ৭০ জন। আর বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের আছেন ৪০ জনের মতো। এই ১১০ জনের সঙ্গে আগের বঞ্চিত অর্ধশত যুগ্মসচিবের বিষয়টিও বিবেচনা করবে এসএসবি। এক্ষেত্রে শতাধিক কর্মকর্তা অতিরিক্ত সচিব হতে পারেন। 

[৫] জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচনের আগে ১৮তম ব্যাচের কর্মকর্তাদের বিষয়ে এসএসবির একাধিক বৈঠক করে কাজ এগিয়ে রাখা হয়েছে। 

[৬] মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে গত শুক্রবার ও শনিবার ছুটির দিনেও সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

[৭] এ বিষয়ে জনপ্রশাসনমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, পদোন্নতি যোগ্যদের পদোন্নতি দেওয়া একটা রুটিন ওয়ার্ক। বোর্ড চূড়ান্ত করলে তখনই অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ প্রস্তুত করা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব